গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
নাটোর সদর, নাটোর
পত্র নং-১৬২ তারিখ-১৫/০৭/২০১৩ খ্রিঃ
কোটেশন বিজ্ঞপ্তি
এতদ্বারা প্রকৃত পোনা উৎপাদনকারী/হ্যাচারী মালিক/সরবরাহকারীগণের নিকট হতে রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলার নির্বাচিত জলাশয়ে রম্নই জাতীয় মাছের পোনা সরবরাহের জন্য সীল মোহরকৃত কোটেশন আহবান করা যাচ্ছে। উক্ত কেটেশনের জন্য কোটেশন ফরম ধার্য তারিখের পূর্বের দিন পর্যমত্ম অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে বিনামূল্যে সরবরাহ করা হবে এবং আগামী ২৪-০৭-২০১৩ খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকা পর্যমত্ম অত্র দপ্তরে রক্ষিত বাক্রে কোটেশন গ্রহণ করা হবে এবং ঐ দিন বেলা ১২.৩০ ঘটিকায় পোনামাছ ক্রয় কমিটি ও কোটেশন দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) কোটেশন বাক্র খোলা হবে।
কোটেশনের শর্তাবলীঃ
১। রম্নই জাতীয় মাছের ৪-৬ ইঞ্চি আকারের পোনা সরবরাহ করতে হবে। সরবরাহকৃত পোনার অনুপাত হবে কাতলা ৩০%, রম্নই-৪০%, মৃগেল-৩০%
২। পোনামাছ প্রজাতি ভিত্তিক অবশ্যই আলাদা আলাদাভাবে সরবরাহ করতে হবে।
৩। পরিবহণসহ প্রতি কেজি পোনার গড় মূল্য অংকে ও কথায় উলেস্নখ করতে হবে।
৪। কোটেশনে কোন প্রকার কাটা ছেড়া বা ঘষামাজা গ্রহণ যোগ্য হবে না।
৫। নির্বাচিত জলাশয়ে নিজ পরিবহন খরচে পোনা মাছ গ্রহণ কমিটির সম্মুখে পোনামাছ সরবরাহ করতে হবে।
৬। পোনামাছ সরবরাহকারীকে অনুমোদিত পোনা নিজ ব্যবস্থাপনায় প্রজাতি ভিত্তিক আলাদাভাবে হাপায় মজুদ করে অমত্মত ১ (এক) ঘন্টা খাপ খাওয়ানোর ব্যবস্থা নিতে হবে। অবমুক্তির পূর্বে পোনা মাছ পরীক্ষাকরণ ও নমুনায়ন করতে হবে। কোন মৃত পোনামাছ গ্রহণযোগ্য নয়।
৭। সকল পোনামাছ অবশ্যই সুস্থ সবল ও রোগ বিহীন হতে হবে।
৮। সরবরাহকারীর হালনাগাদ ট্রেড-লাইসেন্স, ব্যাংক সলভেন্সী, ভ্যাট পরিশোধ ও আয়কর নম্বরসহ হালনাগদ পরিশেধের প্রত্যায়ন কোটেশনের সাথে সংযোজন করে কোটেশন দাখিল করতে হবে।
৯। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কার্যাদেশ দেয়া হবে ও উর্ধ্বতন কর্তপক্ষের অর্থমঞ্জুরী সাপেক্ষে বিল পরিশোধ করা হবে।
১০। কার্যাদেশ প্রাপ্তির ২ (দুই) দিনের মধ্যে সরবরাহকারীকে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প এ একটি চুক্তিনামা স্বাক্ষর করতে হবে এবং মোট পোনার মুল্যের ১০% টাকার বিডি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, নাটোর সদর, নাটোর এর অনুকূলে প্রদান করতে হবে। সকল পোনা সরবরাহের পর উক্ত বিডি ফেরৎ প্রদান করা হবে।
১১। কার্যাদেশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে সমসত্ম পোনা সরবরাহ করতে হবে।
১২। কমিটির চাহিদা মোতাবেক বিভিন্ন প্রজাতির পোনামাছ অবশ্যই সরবরাহ করতে হবে।
১৩। পরিবহনের ২৪ ঘন্টা পূর্বে পোনাকে অবশ্যই অভূক্ত রেখে টেকসই করতে হবে।
১৪। সর্বনিম্ন কোটেশন একাধিক হলে লটারীর মাধ্যমে কোটেশন দাতা নির্বাচন করা হবে।
১৫। সরকারী নিয়ম অনুয়ায়ী ভ্যাটসহ অন্যান্য কর্তনের পর বিলের টাকা সরকারী কোষাগার হতে বিলের মাধ্যমে পরিশোধ করা হবে।
১৬।২০১৩-১৪ অর্থ বছরের পরবর্তীতে অতিরিক্ত অর্থ বরাদ্দ পাওয়া গেলে একই দরে উপরের/পূর্বের শর্তাবলী সাপেক্ষে নতুন নির্বাচিত জলাশয়ের পোনামাছ সরবরাহ করতে বাধ্য থাকবে।
১৭। উদ্ধর্তন কর্তৃপক্ষের যে কোন সিদ্ধামত্ম/নির্দেশনা মানিয়া নিতে বাধ্য থাকবে।
১৮। যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে সকল কোটেশন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৯। অর্থ বরাদ্দ সাপেক্ষে ২০১৩-১৪ অর্থ বছরের একই দরহারে পোনা সরবরাহ করতে হবে।
(মোঃ আব্দুদ দাইয়ান)
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
নাটোর সদর, নাটোর
ও
সদস্য সচিব
জলাশয় নির্বাচন ও পোনা মাছ ক্রয় কমিটি
২ নং পাতা
পত্র নং-১৬২/১(৫০) তারিখ-১৫/০৭/২০১৩ খ্রিঃ
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ
১। মাননীয় সংসদ সদস্য, ৫৯ নাটোর-২, নাটোর।
২। মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ, মৎস্য ভবন, ঢাকা।
৩। উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী।
৪। জেলা প্রশাসক, নাটোর।
৫। মেয়র, নাটোর পৌরসভা, নাটোর।
৬। জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর।
৭। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাটোর সদর, নাটোর।
৮। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাটোর সদর, নাটোর।
৯। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাটোর সদর, নাটোর।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরিত হলোঃ
৮। উপজেলা নির্বাহী অফিসার, নাটোর সদর, নাটোর।
৯। উপজেলা কৃষি অফিসার, নাটোর সদর, নাটোর।
১০। উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নাটোর সদর, নাটোর।
১১। জেলা হিসাবরক্ষণ অফিসার, নাটোর।
১২। উপজেলা সমাজসেবা অফিসার, নাটোর সদর, নাটোর।
১৩। উপজেলা.............................কর্মকর্তা, নাটোর সদর, নাটোর।
১৪। চেয়ারম্যান, (সকল)..................................................ইউপি, নাটোর সদর, নাটোর।
১৫। মেসার্স...................................................................................................।
১৬। জনাব.....................................................................................................।
১৭। নোটিশ বোর্ড।
(মোঃ আব্দুদ দাইয়ান)
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
নাটোর সদর, নাটোর
ও
সদস্য সচিব
জলাশয় নির্বাচন ও পোনা মাছ ক্রয় কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস