Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নাটোর শিশু পার্ক
বিস্তারিত

নাটোর শিশু পার্কটি নাটোর পৌরসভাধীন স্টেডিয়াম পাড়ায় গোবিন্দ শংকর স্টেডিয়ামের সম্মুখে অবস্থিত ।  জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক উক্ত শিশুর্পাকটি  পরিচালিত হয় । শিশুদের জন্য  পার্কটিতে বিভিন্ন প্রকার রাইডের ব্যবস্থা রয়েছে । শিশুপার্কটির পশ্চিম পাশে একটি দৃষ্টিনন্দন  কৃত্রিম হ্রদ রয়েছে -যার উপর একটি সেতু রয়েছে । হ্রদটি উপভোগের জন্য এখানে নৌকার ব্যবস্থা রয়েছে । উল্লেখ্য যে, শিশুর্পাকে প্রবেশ বা রাইডে চড়ার জন্য কোন ফি প্রদান করতে হয় না ।