নাটোর সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির বসবাস রয়েছে । বাঙ্গালী জাতির সাথে শত শত বৎসর যাবৎ তাদের সাতন্ত্র বজায় রেখে অত্যন্ত সৌহার্দপূর্ন ও সাম্প্রদায়িক সম্প্রতির সহিত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি বসবাস করছে । নিম্নে নাটোর সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির জীবনযাত্রা, ভাষা ও সংস্কৃতির বর্ননা দেয়া হলো ।
নাটোর সদর উপজেলাধীন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরবর্ণনা
নাটোর সদর উপজেলায়- ১০ টি ইউনিয়নে ৪৭ টি গ্রামে ১৮ টি সম্প্রদায় (গোত্র) ভূক্ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এরা মূলত সনাতন/প্রকৃতিও খ্রিস্টান ধর্ম পালন করে। সেই সাথে নিজস্ব জাতিগত (গোত্র ভিত্তিক) কৃষ্টি কালচার পালন ও নিজ নিজ ভাষায় কথা বলে। আদিবাসীদের প্রায় ৯৭% লোক কৃষি কাজের সাথে জড়িত। তাদের প্রায় ৯৫% লোকের নিজস্ব কৃষি জমি না থাকায় নারী-পুরম্নষ উভয়ই দিন মজুরী কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। শিক্ষার হার অত্যমত্ম নগণ্য। উচ্চ ও কারিগরী শিক্ষা নেই বললেই চলে। তারা দুঃখ কষ্টের মধ্যেও তাদের নিজস্ব কৃষ্টি কালচার পালন করে এবং আনন্দ উলস্নাসের মধ্যে থাকতে ভালোবাসে।
ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরসম্প্রদায়/গোত্র এবং উপজেলা ভিত্তিক সংখ্যা নিরুপণের ছকঃ-
ক্র: নং | জেলার নাম | উপজেলার নাম | উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরগোত্রের নাম | ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির বসাবসরত গ্রাম সমূহের নাম (গোত্রভিত্তিক) | উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি সংখ্যা মোট (গোত্র ভিত্তিক) |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
০১
|
নাটোর |
নাটোর সদর | পাহান | শংকরভাগ, দরাপপুর,হাজরানাটোর, নবীকৃষ্ণপুর, সুলতানপুর, একডালা, গোকূলনগর, তেলকুপি, সেনভাগ, আব্দুলপুর, খোলাবাড়ীয়া, রাঘাট, কাঁকবাড়ীয়া ধরাইল। | ৭৩২৫ |
০২ | উরাও | খোলাবাড়ীয়া, সুলতানপুর, মোমিনপর, আগদিঘা, লোচনগড় | ৬১২৭ | ||
০৩ | পাহাড়ী | বলাকান্দী, অর্জুনপুর, গোকুলনগর, চন্দ্রকোলা, চাঁদপুর, চৌগাছী, পাইকপাড়া। | ২৪৫৮ | ||
০৪ |
|
| ৮৩৫ | ||
০৫ | তেলী | শংকরভাগ | ৬৪৩ | ||
০৬ | বাগতী | শংকরভাগ | ৪৭ | ||
০৭ | মলিক | পিরজীপাড়া | ২১৫ | ||
০৮ | চৌহান | হাজরানাটোর | ২৯৬ | ||
০৯ | মাহাতো | পন্ডিতগ্রাম | ১২৬ | ||
১০ | সিং | মির্জাপুর,একডালা | ৬৩৭ | ||
১১ | তুরি | মাধনগর | ৩৮ | ||
১২ | রামদাস | নাটোরশহর | ৩৪৬ | ||
১৩ | রবীদাস | আমহাটি, নাটোরশহর | ৫৬৮ | ||
১৪ | ভূইয়া | মলিস্নকহাটি, চকবদ্যনাথ | ৭৭১ | ||
১৫ | বাসফোর | বাসদেবরপুর | ৬৯ | ||
১৬ | সাঁওতাল | বেলঘরিয়া, শিবপুর, নসরৎপুর, জালালাবাদ | ১০৭৩ | ||
১৭ | মুন্ডা | শংকরভাগ, দরাপপুর, নবীকৃষ্ণপুর, হাজরানাটোর, সুলতানপুর, একডালা, গোকূলনগর, তেলকুপি, সেনভাগ, আব্দুলপুর, খোলাবাড়ীয়া, রাঘাট, কাঁকবাড়ীয়া ধরাইল। | ৩২৯ | ||
১৮ | লোহার | মিরজাপুর, একডালা | ৩৫৯ | ||
মোট - | ২২২৭২ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS