নাটোর সদর থেকে ১০ কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পার্শ্বে অবস্থিত লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম নিয়ে ঔষধী গ্রাম অবস্থিত। ঔষধী গ্রামের নামকরণের কারণ হচ্ছে এসব গ্রামের কৃষকেরা সমিতির মাধ্যমে (খোলাবাড়ীয়া ভেষজ ঔষধী গ্রাম সংগঠন) অধিকাংশ কৃষিজমি ও বাড়ির আঙ্গিনার আশেপাশে ব্যাপক হারে বিভিন্ন প্রকারের প্রায় ৩০০ প্রজাতির ঔষধীজাত গাছ গাছড়ার চাষাবাদ করে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বাজারজাত করে থাকে। ঔষধী গাছ গাছড়ার মধ্যে ঘৃতকাঞ্চন, দুধসাগর, পাথরকুচি, অর্শবগন্ধা, কাশাবা, উলুটকমল, হসিত্মকর্ণপলাশ, শতমূল, বাশক, শিমুল মূল, দাউদ মূল ইত্যাদি উলেস্নখযোগ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS